Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ফ্রি-ল্যান্সিং প্রশিক্ষণ আবেদন সময় বৃদ্ধি
বিস্তারিত

বেকার যুবক/যুব মহিলাদের বিনামূল্যে Freelancing/Outsourcing Training Course প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে গোপালগঞ্জ সদর উপজেলার বাসিন্দাদের নিকট হতে নির্দিষ্ট ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

ক্রম

নূন্যতম শিক্ষাগত যোগ্যতা

বয়স

প্রশিক্ষণার্থীর সংখ্যা

প্রশিক্ষণের সময়কাল

এইচ.এস.সি

১৮ থেকে ৪০

২০- ২৫ জন

৪০ দিন


আবেদন ফরম   প্রশিক্ষণার্থীদের আবেদন ফরম.pdf আবেদন ফরমটি ডাউনলোড করে সকল তথ্য পূরণ  পূর্বক  স্ক্যান কপি পিডিএফ ফরমেটে ই-মেইল করুন
(doict.sadar.gopalganj@gmail.com)

আবেদন সংক্রান্ত তথ্যাদিঃ

ক) দরখাস্ত জমা দেওয়ার শেষ সময়ঃ ১২/০২/২০২৩ খ্রিস্টাব্দ।

খ) নির্ধারিত আবেদন ফরম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, টুঙ্গিপাড়া,গোপালগঞ্জ উপজেলা কার্যালয় এর ওয়েব সাইট www.doict.tungipara.gopalganj.gov.bd  অথবা অফিস চলাকালীন সময়ে  উপজেলা পরিষদ ভবনের ৪র্থ তলা হতে বিনামূল্যে সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

গ) অনলাইনে google form link > https://forms.gle/pAqJPQxzkCAuMfzp9  এর মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে।

ঘ) আবেদনকারীর সংখ্যা বেশি হলে বেসিক কম্পিউটার এর উপর লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী বাচাই করা হবে।

ঙ)  এম এস ওয়ার্ড, এক্সেল, ফটোশপ,ইলাস্ট্রেটর ও কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।

চ) নিজস্ব ল্যাপটপ আছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

ছ) ফ্রিল্যান্সিং এ আগ্রহী ও মনযোগী হতে হবে।

জ) বাছাই পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।

ঝ) ভর্তির ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্বান্তই চুড়ান্ত বলে গন্য হবে।

ঞ) প্রশিক্ষনার্থীদের প্রমানক হিসেবে – ১ কপি ছবি, জন্ম সনদ/এনআইডি/ এবং সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ/মার্কশীট এর ফটোকপি জমা দিতে হবে।





যোগাযোগ করুন:  

ফোনঃ ০২-২২৪৪৫৬২৬৩ 

মোবাইলঃ  01748824456, 

ই-মেইলঃ doict.sadar.gopalganj@gmail.com

সহকারী প্রোগ্রামার (উপজেলা আইসিটি অফিসার),

 আইসিটি অধিদপ্তর (কক্ষ নং ৪১৪) 

টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
07/02/2023
আর্কাইভ তারিখ
13/02/2023