তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বিশেষ অবদান রাখার জন্য ব্যক্তি, দল ও প্রতিষ্ঠানকে অনুপ্রেরণা, উৎসাহ ও উদ্দীপনা যোগানো এবং স্বীকৃতি প্রদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ব্যক্তি, দল ও প্রতিষ্ঠানকে "স্মার্ট বাংলাদেশ পুরস্কার-২০২৩" প্রদানের ঘোষনা করা হয়েছে। জেলা ও জাতীয় পর্যায়ে ২৩ জুলাই - ২২ আগস্ট ২০২৩ পর্যন্ত অনলাইনে www.award.smartbangladesh.gov.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন দাখিল করা যাবে। পূর্ববর্তী সর্বাধিক ০১ (এক) ক্যালেন্ডার বছর অর্থাৎ জানুয়ারি ২০২২ - ডিসেম্বর ২০২২ এর কর্মকান্ড বিবেচনা করা হবে। কোন উদ্ভাবন/প্রকল্প/উদ্যোগ/অবদান ইত্যাদির জন্যে জাতীয় পর্যায়ে পুরষ্কার প্রাপ্ত হলে ঐ একই উদ্ভাবন/প্রকল্প/উদ্যোগ/অবদান স্মার্ট বাংলাদেশ পুরস্কারের জন্যে বিবেচিত হবে না। স্মার্ট বাংলাদেশ পুরস্কার নীতিমালা ২০২৩ (খসড়া), মনোনয়ন ছক এবং এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনাবলী www.ictd.gov.bd এবং www.doict.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। উল্লেখ্য যে, স্মার্ট বাংলাদেশ পুরস্কার-২০২৩ প্রদান করা হবে ১২ ডিসেম্বর ২০২৩।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস